প্রিন্সিপালের মেসেজ
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সমস্ত প্রশংসা রাব্বুল আলামিন মহান আল্লাহর যিনি মানুষ সৃষ্টি করে তাঁদের পথ প্রদর্শনের জন্য কুরআন মাজীদ শিক্ষা দিয়েছেন। আমি কৃতজ্ঞ চিত্তে সাক্ষ্য দিচ্ছি সেই আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই। তিনি একক এবং তাঁর কোন শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (সঃ) আল্লাহর বান্দা ও রাসুল। তাঁর প্রতি অসংখ্য দরুদ ও সালাম। শিক্ষার মূখ্য উদ্দেশ্য মানব শিশুর সুপ্ত মানবিক গুণাবলির বিকাশ সাধন ও তাকে আশরাফুল মাখলুকাতের গুণাবলীতে ভূষিত করে আল্লাহর খলিফা হওয়ার যোগ্যতা অর্জনে সক্ষম করে গড়ে তোলা। বেঁচে থাকার প্রয়োজনে পারিপার্শ্বিক অবস্থা ও পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে জীবিকা অর্জনের কলা-কৌশল আয়ত্ত করাও শিক্ষার আর একটি উদ্দেশ্য। আমাদের শিক্ষার্থীগণ জ্ঞানার্জন অপেক্ষা সনদ অর্জনকে প্রাধান্য দিচ্ছে, ফলে শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাঙ্গন ও জাতীয় জীবনে আজ চরম নৈরাজ্য বিরাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পারছে না আদর্শ ও চরিত্রবান মানুষ উপহার দিতে। জাতিকে সুনাগরিক উপহার দিতে প্রয়োজন ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ব্যবস্থা। ‘Morality has its root in religion’ এ অমোঘ বানীকে ভুলে গিয়ে ধর্মীয় মূল্যবোধ বর্জিত পার্থিব শিক্ষাকে প্রধান্য দেওয়ার কারণে আমরা মনুষ্যহীন হয়ে পড়েছি। নৈতিকতা বর্জিত শিক্ষা মানুষের মনুষ্যত্ববোধকে ধ্বংস করে সর্বনিকৃষ্ট জীবের স্তরে নামিয়ে দেয়। জাতীয় জীবনের সর্বত্র আজ এ দৃশ্য বিরাজমান। আমাদের লক্ষ্য এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলা যেখানে প্রতিটি শিক্ষার্থী আদর্শ পরিবেশে লেখা পড়ার সুযোগ পায়, যেখানে প্রতিটি শিক্ষার্থী তার কৌতূহলী মনের প্রশ্নের যথার্থ উত্তর শিক্ষকদের নিকট পায়। প্রচলিত যুগোপযোগী শিক্ষায় পারদর্শী করে তোলার পাশাপাশি ইসলামী দিক নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের জাগরণ ঘটানোই আমার জীবনের মূল লক্ষ্য। আমার উদ্দেশ্য সে শিক্ষার প্রবর্তন করা যে শিক্ষায় ইহলৌকিক ও পারোলৌকিক কল্যাণ সাধনের নিশ্চয়তা বিদ্যমান। আমার দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা, বিদ্যুৎসাহী ও সমাজে প্রতিষ্ঠিত বিশিষ্ট শিক্ষাবিদদের অনুপ্রেরণা ও সর্বোপরি শিক্ষা সচেতন ব্যক্তিবর্গের সহযোগিতায় 1995 সালে নভেম্বর মাসে SONAGAZI PRE-CADET & HIGH SCHOOL চালু করেছি। ইনশাআল্লাহ্ হতাশ, দুর্দশাগ্রন্থ ও দিকভ্রান্ত এ জাতিকে আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলব। আপনাদের সকলের দোয়া ভালোবাসা ও সর্বাত্বক সহযোগিতাই আমাদের কাম্য। মহান আল্লাহ আমাদের সহায় হোন, আমিন।